1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

কুলিয়ারচরের বির্তকিত বোরহান এবার দিল অবৈধ বিদ্যুত সংযোগের জরিমানা

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২০৩ বার পড়েছে

ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে জরিমানা দিল বোরহান উদ্দিন(৩৫)। বোরহান উদ্দিন উপজেলার বাজরা এলাকার মৃত ইসলাম উদ্দিনের ছেলে।
বোরহান উদ্দিন প্রায় ৭ বছর ধরে একটি পোল্ট্রী খামার চালান। এই খামারে ১০০ ওয়াট বিদ্যুতের লাল লাইট ১৪৫ টি, কয়েকটা ফ্যান, এবং নিজ বাস গৃহে ৪ টা ফ্যান, ১ টা ফ্রিজ, ৫ টা সাদা লাইট ও ১ টি মোটর পাম্প সহ অন্যন্য কাজে মাসে প্রায় এক হাজারেরও বেশি ইউনিট বিদ্যুৎ ক্ষয় করেন যা সম্পূর্ণ অবৈধ সংযোগে।অন্যদিকে তার বৈধ সংযোগ এর হিসাব নং ২১০এর ২৭/১৫ এবং ২১০ এর ২৭/১৮ তে প্রতি মাসে বিল আসে মাত্র কয়েক ইউনিট। অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অপরাধে ৫ মার্চ তাকে ৫২৩১৩ টাকা জরিমানা করে কুলিয়ারচর জোনাল অফিস নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২।
স্থানীয়রা জানান, বোরহান উদ্দিন বিগত ৭ বছর যাবৎ পোল্ট্রি খামার এবং বাড়িতে অবৈধ সংযোগে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন।বোরহান উদ্দিন বিদ্যুৎ অফিসের লোকদেরকে সুবিধা দিচ্ছে বলেই তারা কোন ব্যবস্থা নেয়নি।
কুলিয়ারচর জোনাল অফিস এর ডিপুটি জেনারেল ম্যানেজার মো: আল আমিন জানান,কমিটির মাধ্যমে বোরহান উদ্দিনের অবৈধ বিদ্যুৎ এর হিসাব নিকাশ করে সর্বশেষ প্রায় ৪০ দিনের মত সময়ের ১০২০ ইউনিট বিদ্যুতের মূল্য নির্ধারণ করে ৫২৩১৩ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ বিষয়ে বোরহান উদ্দিন জানান, আমার সাথে আমার বন্ধু সুমন মিয়াও শেয়ার। আছে।খামারের সকল হিসাব নিকাশ তার কাছেই।

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার শেখ মনোয়ার মোরশেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের নিতীমালা অনুযায়ী কাউকে সর্বনিম্ন দুই মাস অথবা ছয় মাসের জরিমানা করা যায়। ব্যাপারটা আমি একটু খোজ খবর নিয়ে দেখছি।

এছাড়াও, বোরহান উদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা সহ নানা ধরনের অভিযোগ স্থানীয়দের।

এলাকার লোকজন বলেন, এই বোরহান বাক প্রতিবন্ধী এক অসহায় মহিলাকে ধর্ষনের অপরাধে জেল কেটেছে, অটোরিক্সা চোরি, প্রজেক্টের মাছ চোরি, সৎ মাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেওয়া সহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে স্থানীয়দের।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST