পাকুন্দিয়া প্রতিনিধিঃ ৬ই মাচ রোজ বুধবার কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবিভাবক (ম্যানেজিং) কমিটির নির্বাচন সকাল ১০ দশটা থেকে বিকাল ৪টা পযর্ন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হয়েছে ভোট । চারজন অভিভাবক সদস্য সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচন হওয়ার কথা থাকলেও দুইজন সদস্য কলেজ শাখা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় দুইজন স্কুল সদস্য নির্বাচিত করার জন্য এ ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট ৪জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে। তারা হলো মোঃ আব্দুল আওয়াল( ক্রমিক নং ১) মোঃ জাকির হোসেন( ক্রমিক নং ২)মোঃনুরুল ইসলাম( ক্রমিক নং৩)মোঃ মাসুদ মিয়া (ক্রমিক নং৪) প্রথম হয়েছে ক্রমিক১প্রাপ্ত ভোট ৩১০ পেয়ে প্রথম নির্বাচিত হয়েছে ক্রমিক২ প্রাপ্ত ভোট ২১২ পেয়ে দ্বিতীয় স্থান বিজয়ী হয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হন।
এ বিদ্যালয়ে অভিভাবক ভোটারের সংখ্যা মোট ৫৯৪জন। এর মধ্যে কলেজ শাখা বিনা প্রতিদ্বন্দ্বীতায় যাহারা নির্বাচিত হইলেন মোঃ আজহারুল ইসলাম ফেরদৌস সরকার, মোঃ শওকত আলী এবং সংরক্ষিত মহিলা সদস্য লাকি আক্তার । নির্বাচনে রিটার্রিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃওমর ফারুক ভূঁইয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ হেলাল উদ্দিন সহ সকল শিক্ষক, শিক্ষিকা উপস্থিত ছিলেন।