হুমায়ুন রশিদ জুয়েল
কিশোরগঞ্জ জেলা ৫ই মার্চ রোজ মঙ্গলবার, নীলগঞ্জ কালিহাটি ইসলামী মিশন ডি. ইউ.আর. দাখিল মাদ্রাসায় অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা আফতাব উদ্দিন হানাফী এর সভাপতিত্বে এবং রোকনুজ্জামান চঞ্চল এর সঞ্চালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৪ প্রথমবারের মতন অনুষ্ঠিত।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মামুন আল মাসুূূদ খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ রেজিয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফির উদ্দিন কিশোরগঞ্জ বি. আর. ডি. পি সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ,আরও উপস্থিত ছিলেন, জাওয়ার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক মতিউর রহমান, ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ সহ শিক্ষা অনুরাগী ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য, মোঃ ওহেদুজ্জামান খান রতন।
ক্রীড়া পরিচালনায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আল আমিন খান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সুপারেন্টেড মোঃ আব্দুল মান্নান। লক্ষ্য করা গেছে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ম্যানেজিং কমিটি ও শিক্ষক বৃন্দের সার্বিক সহযোগিতায় এবং বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ক্র্যাচ উপহারের মধ্য দিয়ে সুশৃংখলভাবে অনুষ্ঠানটি সমাপ্তি ঘটে।