1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন

ভৈরবে সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশ কাল শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১১৪ বার পড়েছে


মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের ৬ নং ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামেবাসীর উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল রাত ১০টায় লক্ষীপুর মদিনাতুল এতিম খানা প্রাঙ্গণে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তিন বারের সফল কাউন্সিলর মোশাররফ হোসেন মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আসমত কলেজের সাবেক অধ্যক্ষ আ: বাসেত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তালাওয়াত হোসেন বাবলা, দৈনিক লাল সবুজের দেশ ও পাক্ষিক অপরাধ জগতের সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি আলাহাজ্, সোহেল আহমমেদ, হাজী মুজিবুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী হাজী মাক্কুল মোল্লা, মিডিয়া কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমইউজে ভৈরব শাখার সভাপতি এমএ হালিম,সাধারণ সম্পাদক মোঃ ছাবির উদ্দিন রাজু, সহসভাপতি এমআর ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান,উপদেষ্টা ও জার্মান প্রবাসী মোঃ মিজানুর রহমান, সাংবাদিক এম আর রুবেল,নাজির আহমেদ আলআমিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জগন্নাথপুর, তাতাঁর কান্দি, লক্ষীপুর গ্রামে ইদানীং চুরি,ছিনতাই, জুয়া ও মাদক ব্যবসা বেড়ে গেছে । যুব সমাজ ধব্বংসের পথে , সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে পড়ছে। তাই যুব সমাজকে রক্ষা করতে এবং সমাজ ব্যবস্থা সুরক্ষায় এসবের বিরুদ্ধে সবাইকে রুখে দাড়াতেঁ হবে। সমাবেশে সর্ব সম্মতিক্রমে কাউন্সিলর কে সভাপতি করে একটি কমিটি গঠন করে মাদক ব্যবসায়ী,চুরি,ছিনতাইকারী ও জুয়াড়িদের তালিকা করে তাদের কে প্রশাসনের সহযোগিতায় নির্মূল করার সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় মাদক ও সন্ত্রাস নির্মূলের উদ্দেশ্যে জোড়ালো বক্তব্য রাখেন যুবলীগ নেতা জুয়েল, রানা, স্বেচ্ছাসেবক লীগ নেতা কবির,বিশিষ্ট সমাজ সেবক মোগল বাদশা, আওয়ামীলীগ নেতা নান্নু মিয়াপ্রমুখ।
সমাবেশে কাউন্সিলর মিন্টু মিয়া বলেন, মাদক,ছিনতাই, চুরি ও সন্ত্রাস নির্মূল করার জন্য আমি সকল প্রকার সহযোগিতা করব। এলাকাবাসী আমাকে সহযোগিতা করলে আমি আমার জীবন বাজী রেখে হলে এই ৬নং ওয়ার্ড থেকে মাদক চুরি ছিনতাই ও সন্ত্রাস নির্মূল করব। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ৬ নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন জনি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST