আবু হানিফ, (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ : পাটুয়াভাঙ্গা ইউনিয়ন মহিষবেড় প্রবাসী সমাজ কল্যান ক্লাবের অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ মার্চ শুক্রবার বিকেলে নিজস্ব ক্লাব প্রাঙ্গণে ফিতা কেটে নতুন অফিসের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম তৌফিকুল হাসান সাগর।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য তাহমিনা আক্তার রোজী, পাটুয়াভাঙ্গা দরগা বাজার পরিচালনা কমিটির সভাপতি আবদুল বাতেন,সাবেক ইউপি সদস্য মহররম আলী,পাটুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হুমায়ূন কবির।
আজিজুল হক হৃদয়ের উপস্থাপনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারী গন-গন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন।
অনুষ্ঠানে অফিস উদ্বোধন ও আলোচনা সভা শেষে একজন প্রতিবন্ধীকে সহায়তা চেক তুলে দেন ক্লাবের পক্ষ থেকে অতিথিরা।
উল্ল্যেখ্য,পাটুয়াভাঙ্গা মহিষবেড় প্রবাসী সমাজ কল্যান ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক উন্নয়ন ও আর্ত পীড়িত মানুষদের মাঝে সহায়তা করে আসছে।