নিজস্ব প্রতিবেদক :
আজ শনিবার কিশোরগঞ্জ স্বল্প মারিয়া এলাকায় আল-ইমদাদী ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আল-ইমদাদী ফাউন্ডেশনের সভাপতি আব্দুল আজিজ এ-র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি এনামুল হাসান উবায়দী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ. সদস্য , ওমর ফারুক( সজ্জল ভুইঁয়া), আবুবক্কর ছিদ্দিক, হারুনুর রশিদ,আকরাম হোসেন।
আয়োজনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, মাও. আব্দুল মতিন,হাফেজ ইকরামুল হক আবির,মাও. ওয়াসিম মাসুদ খালেদী।
শনিবার সকাল ১০ টা থেকে প্রতিযোগিতা শুরু করে দিনব্যাপী জমজমাট প্রতিযোগিতা শেষে এশা নামাজের পর পুরস্কার বিতরণ করা হয়।
এতে বিভিন্ন মাদ্রাসার মোট ৫০জন শিক্ষার্থী প্রতিযোগিতা অংশ গ্রহণ করে এবং জন শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়েছে।