আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ১ আহত হয়েছেন। নিহতরা হলেন মধুপুর পৌরসভাধীন বোয়ালী গ্রামের শিহাব উদ্দিনের ছেলে বনি ইয়ামিন অরেঞ্জ (২৬) এবং ময়মনসিংহ সদরের খাগডহর এলাকার মৃত আজিজুল হকের ছেলে তানভীর (২৫)। এ সময় তানভীর এর সাথে থাকা মারুফ(২২) গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় শনিবার (১৭ ফেব্রয়ারী) সকাল ১১ টার দিকে মধুপুর উপজেলাধীন জামালপুর-মধুপুর আঞ্চলিক মহাসড়কের নেকীবাড়ী নামক স্হানে জনৈক আজমত আলীর ইটভাটার সামনে পাঁকা রাস্তার উপর দুটি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুইজন মোটর সাইকেল চালক নিহত হন। এ সময় তানভীর এর মোটরসাইকেলের পিছনে থাকা মারুফ হাসান (২২) মারাত্বক ভাবে আহত হয়।বর্তমানে সে মধুপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে। প্রত্যক্ষদর্শী আব্দুল জানান ইট ভাটা হতে একটি ইট ভর্তি ট্রলি পাঁকা রাস্তায় উঠার সময় মোটরসাইকেল চালকরা হঠাৎ নিয়ন্র্ন হারিয়ে এ মর্মান্তিন দুর্ঘটনার শিকার হন। এই ঘটনার পর সাময়িকভাবে উক্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়। মধুপুর থানার ওসি (তদন্ত) মুরাদ হাসান জানান, নিহতদের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।