আবু হানিফ পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী কোদালিয়া সহরউল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এর ১১৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বয়েজ স্কাউট ও গার্লস গাইড দলের কুচকাওয়াজ প্রদর্শনী শনিবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও মার্চপাস্টের মাধ্যমে ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুর হক । ক্রীড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আতাউল্লাহ সিদ্দিক মাসুদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিন ।
ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
এছাড়া জেলা পরিষদের সদস্য কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি আহম্মদ উল্লাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোঃ আবদুল মোমেন, মোঃ মাজহারুল ইসলাম এংরাজ,মোঃ মফিজ, এম
এ হান্নান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান , প্রমুখ ছাড়াও স্কুল পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ছাত্র-ছাত্রীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী হতে হবে। তিনি পড়ালেখার মান ধরে রাখা সহ বিদ্যালয়টিকে আরো এগিয়ে নিয়ে যেতে সকলকে কাজ করার আহ্বান জানান।
এছাড়া তিনি বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন নির্মাণের আশ্বাস দেন।
প্রতি বছরের ন্যায় এবারও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জারি গান ও পাতালপুরী নৃত্য সবার নজর কাড়ে।
ক্রীড়ানুষ্ঠান পরিচালনা করেন মাসুদ আহমেদ শরীর চর্চা শিক্ষক । ক্রীড়ানুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।