হুমায়ূন রশিদ জুয়েল ঃ
“আত্মশক্তিতে বলিয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারে না”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর পরিচালনায় ময়মনসিংহ শাপলা আর.ডি.সি.তে
এসডিজি ইউনিয়ন কৌশল- গ্রাম উন্নয়ন দলের সামর্থ্য বিকাশ বিষয়ক ০৩দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন।
এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সুদক্ষ ট্রেইনার, আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর,
প্রোগ্রাম কর্ডিনেটর ছিদ্দিক রবেল সহ দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এলাকা সমন্বয়কারী খাইরুল বাশার রাসেল।
আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর বলেন, এই প্রশিক্ষণটি গ্রাম উন্নয়ন দলের সদস্যের মধ্যেই সীমাবদ্ধ নয় সকল সুনাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি প্রতিটি গ্রাম উন্নয়ন দলের স্বপ্নের আদর্শ গ্রাম এবং এসডিজি গ্রাম গড়ার লক্ষ্য বাস্তবায়ন হবে বলে আমার একান্ত বিশ্বাস।
ট্রেনিং সেন্টারে দেখা গেছে, নারী – পুরুষ সম্মিলিতভাবে
প্রশিক্ষনার্থী হিসেবে অংশ গ্রহণ করেন,
কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা তালজাঙ্গা ইউনিয়নের সমন্বয়কারী হুমায়ুন রশিদ জুয়েল সহ গ্রাম দলের সদস্য বৃন্দ।
উক্ত প্রশিক্ষণে আরও আরও লক্ষ্য করা যায়, কি ভাবে একটি আলোকিত আদর্শ স্বপ্নের গ্রাম এবং এস ডিজি গ্রাম গড়ে তোলা যায়, সেই বিষয় নিয়ে প্রশিক্ষণে সার্বিক আলোচনায় সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশের মধ্যে দিয়ে একটি সফল প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।