ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধি:কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভিভাটেক ও লড়ির দুর্ঘটনায় চলে গেল বাপ ছেলের দুটি তাজা প্রাণ। এ ঘটনায় বিভাটেক চালক আহত এবং লড়ির চালক পলাতক।
২ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ১১ টায় ঘটিকার সময় কুলিয়ারচর উপজেলা নির্বাচন অফিসের রাস্তায় এ দূর্ঘঠনাটি ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত দুইজন মোঃ আখতার হোসেন (৩৩) ও তার ছেলে মোঃ আকসার হোসেন (৬) তারা দুইজনই কুলিয়ারচর পৌর এলাকার নোয়াগাঁও বেপারী পাড়া মহল্লার মোঃ আব্দুস সোবহানের ছেলে ও নাতী।
নিহত আখতার কুলিয়ারচর বাজারের টিন পট্টির শ্রমিক ও ছেলে আকসার স্থানীয় বেপারীপাড়া সিরাজাম মনিরা মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভাটেক চালক শহিদ মিয়া জানান, বাজার সদাই ও গ্যাস সিলিন্ডার নিয়ে তার বিভাটেকে করে বাড়ির নিকটবর্তী যাওয়ার সময় পেছন থেকে মাছের পোনা ভর্তি লড়ির ধাক্কায় আমরা সবাই পড়ে যায়। আমি উঠে দেখি বাবা-ছেলে দুইজনই রাস্তায় পড়ে যাওয়ার সাথে সাথেই তাদের নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে এবং আমিও ব্যথা পেয়েছি। পরে স্থানীয়দের সহযোগিতায় সরকারি হাসপাতালে নিয়ে গেলে গুরুতর অবস্থায় স্বজনরা ভাগলপুর হাসপাতালে নিয়ে যায়। তিনি বলেন, চালকসহ আরো দুইজন লড়িতে ছিলো। নিহতের বড় ভাই আবুল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই সরকারি হাসপাতালে গিয়ে সেখান থেকে নিকটবর্তী বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লড়িতে থাকা পোনার মালিক জয়নাল ও শ্রমিক আনোয়ার হোসেন বলেন, বাজিতপুর দোলজান থেকে পোনামাছ নিয়ে কুলিয়ারচরের রায়েরচর রফিক মিয়ার ফিশারিতে যাওয়ার পথে বিভাটেকের সাথে লড়ির দুর্ঘটনাটি ঘটেছে। তারা বলেন, লড়ির চালক পলাতক জামাল মিয়া র বাড়ি বাজিতপুর নিতাইকান্দি। কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক এসআই আমিরুল বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লড়িতে থাকা দুইজন যাত্রী ও পিশারির মালিককে থানায় আনা হয়েছে।
এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সারোয়ার জাহান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।