নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি আয়োজনে “আদর্শ মানুষ গড়তে নৈনিক শিক্ষার গুরুত্ব ও সুবিধা বঞ্চিত মানুষের উন্নয়ন আমাদের করনীয় ” শীর্ষক আলোচনা সভা, রিফাত মাহবুব শাকিব এর নতুন বইয়ের মোড়ক উন্মোচন গুনীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৭ জানুয়ারি ২০২৪ বিকাল ৫ ঘটিকায় ঢাকা তোপখানা রোড,বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর প্রেস ক্লাবের সভাপতি অত্র সংগঠনের উপদেষ্টা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা.এস এম সরওয়ার । প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। অনুষ্ঠান শেষে অতিথিগন কবি ও সাংবাদিক আফসার আশরাফী’র হাতে তুলে দেন কবিতায় এবং মানব কল্যানে বিশেষ অবদান রাখায় মানবাধিকার শান্তি পদক ২০২৪। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কবি সাহিত্য প্রেমী সাংবাদিক সহ সুশীল সমাজের মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়াও দেশের বেশ কয়জনকে বিভিন্ন শাখায় কাজের সৃকৃতি স্বরুপ পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথি বৃন্দু।