1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব -১ বহুমুখী বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব ২৫ প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সিভিল সার্জনের আয়োজনে স্যানিটেশন ও হাইজিন বিষয়ক কর্মশালা এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগার, কিশোরগঞ্জের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ উদযাপন লিবিয়া ও তিউনিশিয়া সীমান্তে পণ্যের মতো বিক্রি হয় অভিবাসীরা ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা থেকে ১১ আইনজীবী খালাস রাজারহাটে ভিক্ষুক পূনর্বাসনেবিকল্প কর্মসংস্থানের উদ্ধোধন করলেন ইউএনও টঙ্গীতে সন্ত্রাসী হামালার প্রতিবাদে বিক্ষোভ সভা মধুপুরে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
শিরোনাম
গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব -১ বহুমুখী বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব ২৫ প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সিভিল সার্জনের আয়োজনে স্যানিটেশন ও হাইজিন বিষয়ক কর্মশালা এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগার, কিশোরগঞ্জের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ উদযাপন লিবিয়া ও তিউনিশিয়া সীমান্তে পণ্যের মতো বিক্রি হয় অভিবাসীরা ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা থেকে ১১ আইনজীবী খালাস রাজারহাটে ভিক্ষুক পূনর্বাসনেবিকল্প কর্মসংস্থানের উদ্ধোধন করলেন ইউএনও টঙ্গীতে সন্ত্রাসী হামালার প্রতিবাদে বিক্ষোভ সভা মধুপুরে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

তাড়াইলে সাথী এনজিওর জনসাধারণের জন্য কমিউনিটি উদযাপন

  • প্রকাশ কাল রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৪৪ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধি

ওয়ার্ল্ড রিনিউ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সাথী) সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প-তাড়াইল, কিশোরগঞ্জ এর আয়োজনে এবং স্টার্ট এয়ারনেস সাপোর্ট এন্ড একসান” (সাসা)‘র সহযোগিতায় ২৪ জানুয়ারী ২০২৪ কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণামূলক জনসাধারণের জন্য অনুষ্ঠান কমিউনিটি উদযাপন অনুষ্ঠিত হয়। তাড়াইল সাথী সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প এবং সাসা প্রকল্পের মাঠ ব্যবস্থাপক মিসেস চম্পা হাগিদক এর সভাপতিত্বে অনুষ্ঠানে তাড়াইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাবা মাহমুদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক জনাব সাইফুল ইসলাম ও সাংবাদিক ছাদেকুর রহমান রতন। উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব আব্দুল জলিল
পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে কমিউনিটি উদযাপন অনুষ্ঠান আরম্ভ হয়। অনুষ্ঠানটি মূলতঃ আলোচনা অনুষ্ঠান, লিফলেট বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান (স্ব-রচিত কবিতা আবৃত্তি, সচেতনতামূলক বাউল গান, জারিগান ও নাটক পরিবেশন করা হয়)।

সাথী তাড়াইল সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প এবং সাসা প্রকল্পের মাঠ ব্যবস্থাপক মিসেস চম্পা হাগিদক শুভেচ্ছা বক্তব্যে “সাসা” প্রকল্পের কার্যক্রম সংক্ষেপে তুলে ধরেন। তিনি বলেন,“সাসা প্রকল্পের মূল লক্ষ্য হল নারীর প্রতি সহিংসতামুক্ত ও নারী-পুরুষের সমঅধিকারে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা। আর একটি শান্তিপূর্ন সমাজ গঠন করা আমাদের সকলেরই দায়িত্ব। সমাজের বড় পরিবর্তন সৃষ্টি করতে পারে শুধুমাত্র সচেতন নেতা-নেত্রীরাই। নেতৃত্ব শুরু হয় ক্ষমতা থেকে। আমাদের প্রত্যেকেরই ক্ষমতা আছে এবং সকলেই নিজেদের ক্ষমতার ইতিবাচক ব্যবহার করতে পারে। সহিংসতা বা নির্যাতন হল ক্ষমতার নেতিবাচক ব্যবহার। তাই ক্ষমতার নেতিবাচক ব্যবহার বর্জন করা অতিব জরুরী।” তিনি আরো বলেন-নারীর প্রতি সহিংসতা শুধু নারীর একার সমস্যা নয়। এ সমস্যার ফলে সৃষ্ট অবস্থার খারাপ ফলাফলের প্রভাব পড়ে পুরো পরিবারের সদস্যদের উপর ও পুরো সমাজের উপর। তাই পরিবার ও সমাজ থেকে সহিংসতা দূরীকরণে প্রথমে আমাদের নিজেকে দিয়ে শুরু করতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যক্রম বাস্তবায়নের জন্য তিনি তাড়াইল উপজেলার সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসহ সকল জাতি, ধর্ম, বর্ণ, পেশা ও বয়স নির্বিশেষে সকল সচেতন জনগোষ্ঠীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাবা মাহমুদা সুলতানা তার বক্তব্যে বলেন,“নারীর প্রতি সহিংসতা ও নিবর্যাতন প্রতিরোধে সাথী সংস্থার ‘সাসা’ প্রকল্পের উদ্যোগ সত্যি প্রশংসনীয়। আমাদের সমাজে বেশিরভাগ পরিবার ও সমাজেই সর্বদা নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা ঘটে এবং অধিকাংশ নির্যাতিত নারীরাই এই সহিংসতা ও নির্যাতনের বিরূদ্ধে কখনো মূখ খুলেন না। অনেক নারী মনে করেন পুরুষরাতো নারীর উপর নির্যাতন করতেই পারে এবং সেই অধিকার তাদের রয়েছে। আসলেকী তাই? আবার অনেক পুরুষরাই মনে করেন নারীর প্রতি সহিংস আচরণ ও নির্যাতন করার ক্ষমতা তাদের অধিকারের মধ্যে পরে। নারীরা একটি পরিবার ও সমাজের উন্নয়নে অনেক অবদান রেখে আসছে। সন্তান গর্ভে ধারণ, সন্তান প্রসব সন্তান লালন-পালন করে বড় করে তোলার জন্য অনেক কষ্ট করে থাকেন। কিন্তু তার বিনিময়ে নারীরা কোন কিছু চায়না। শুধুমাত্র পরিবারের সকলকে নিয়ে শান্তিতে জীবনযাপন করতে চায়। কিন্তু বাস্তব জীবনে নারীদের এই অবদান ও ত্যাগের স্বীকৃতি দেয়া হয়না। বিনিময়ে নারীর প্রতি চলে সহিংস আচরণ ও অমানসিক নির্যাতন।”

নাম্বার-১০৯/১০৯২১, নারী নির্যাতন দমন মঞ্চ-০১৭৪৩-৪৫৯৫৭৪, সরকারী আইন সেবা-১৬৪৩০, অথবা জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ ফোন করে অভিযোগ জানালে তাৎক্ষনাৎ প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয় বলে প্রধান অতিথি জানান।

আলোচনা শেষে সাথী’র কিশোরী দলের সচেতনতামূলক নাটক, জারিগান এবং কিশোরগঞ্জ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গান পরিবেশন করে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী, পেশা ও বয়সের প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST