1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় অটোরিকশার চাপায় নিহত-১

  • প্রকাশ কাল শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৫৫ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা শিমুলিয়া ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় আনোয়ার হোসেন ভূইয়া (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার ২৬ জানুয়ারি বিকালে পুলেরঘাট -শিমলিয়া আঞ্চলিক সড়কের শিমুলিয়া জামতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় আজ ২৭ জানুয়ারী শনিবার ঢাকা সিএম এইচ ভোর ৪.৩০ তার মৃত্যু হয়।

নিহত আনোয়ার হোসেন ভূইয়া উপজেলার পাঠুয়াভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া এলাকার মৌলবী আফাস উদ্দিনের ছেলে।

নিহতের ভাতিজা সিয়াম আহমেদ সিয়াম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে আনোয়ার হোসেন ভূইয়া জামতলা মোড়ে রাস্তা পাশে দাঁড়িয়ে জমির কাজের করতেছিল
এ সময় তিনি অটোরিকশা পেছনে থেকে তাকে চাপা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সিএম এইচ হাসপাতালে পাঠানো হয়। পরে ভোরে তার মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন,এ বিষয়ে এখনও কোনো তথ্য পাইনি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST