বাজিতপুর প্রতি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন একটি আধুনিক মানের স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে পরিচিত।স্থানীয় সাংসদ আফজাল হোসেনের সু দৃষ্টি এবং উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা সিনথিয়া তাসমিনের হাত ধরে নান্দনিক স্বাস্থ্য কমপ্লেক্সটি তার স্বরুপ ফিরে পেয়েছে। একটি বেসরকারি স্কুলের শিক্ষক জয়নাল আবেদিন জানান যে এ হাসপাতালের সুযোগসুবিধা আমাকে মুগ্ধ করেছে এবং এমনটা কাম্য ছিল। হাসপাতালের সেবায় পাটুলি গ্রামের ৭০ বছরের ইয়াজ উদ্দিন জানান কোন রকম হয়রানি ছাড়া আমার শ্বাসকষ্টের চিকিৎসা দেওয়া হয়, যাতে আমি সুস্থ বোধ করছি। চমৎকার একটি অপারেশন থিয়েটারে সিজারিয়ান অপারেশান হচ্ছে এ হাসপাতালে। ২৪ /০১/২৪ খ্রিঃ কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন কার্জালয়ে মাসিক সমন্বয় সভায় আরও একটি চমক দেখিয়েছেন সিনথিয়া তাসমিন। জেলার ১৩ উপজেলায় স্বাস্থ্যসেবায় বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ৩ টিতে প্রথম স্থান অর্জন করে বাজিতপুর উপজেলার সম্মান বয়ে আনেন। এ অর্জন হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারী ও বাজিতপুর বাসীর। পুরস্কার প্রদান করেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সাইফুল ইসলাম।