জয়নাল আবেদীন রিটন
কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে চলাচল নিষিদ্ধ ১৮ টি সিএনজি আটক করেছে ভৈরব থানা পুলিশ। দুর্ঘটনা রোধ করতে মহাসড়কে নিষিদ্ধ থ্রী হুইলার চলাচল বন্ধ করতে গতকাল সন্ধায় ভৈরব থানা পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত সিএনজিগুলো আটক করে। আটককৃত সিএনজিগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মো ঃ সফিকুল ইসলাম।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম বলে, ঢাকা-সিলেট মহাসড়কে থ্রীহুইলার চলাচল সম্পুর্ণ নিষিদ্ধ। মহাসড়কে সিএনজি চলাচল বন্ধ করতে আমরা গতকালও একটি বিশেষ অভিযান পরিচালনা করেছি। অভিযানে আটককৃত প্রত্যেকটি সিএনজির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে এবং হাইওয়ে রোডে সিএনজি না চালানোর জন্য সিএনজি চালকদের বলে দেয়া হয়েছে। মহাসড়কে সিএনজি চলাচল বন্ধ হলে বাস ট্রাকসহ বড় গাড়িগুলো নিরাপদে চলতে পারবে এছাড়াও সড়কে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। মহাসড়কে চলাচল নিষিদ্ধ থ্রীহুইলার বন্ধ করতে পুলিশের এমন অভিযান অব্যবহত থাকবে।