ডেস্করিপোর্ট : কিশোরগঞ্জ ডিবি কর্তৃক ২১(একুশ) কেজি গাঁজা ও ০১(এক)টি মাইক্রোবাসসহ কিশোরগঞ্জ সদর থানা এলাকা হতে ০২ জন গ্রেফতার।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/মো: মাহমুদুল হাসান মারুফ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৩/০১/২০২৪ খ্রি: ১৩.৫৫ ঘটিকায় কিশোরঞ্জ সদর থানাধীন রশিদাবাদ সাকিনস্থ বেইলিব্রিজ সংলগ্ন রশিদাবাদ চৌরাস্তার উত্তর পাশে ভৈরব হতে ময়মনসিংহ গামী আঞ্চলিক মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ জুয়েল (৩৬), পিতা- মৃত আঃ জলিল, সাং- উজান কাসিয়ারচর, থানা- গেীরিপুর, জেলা- ময়মনসিংহ, ২। মোঃ আঃ মালেক (৩২), পিতা- মৃত আব্দুল হাসিম, সাং- ছনখোলা, থানা- চুনারুঘাট জেলা- হবিগঞ্জকে গ্রেফতার করে এবং আসামিদ্বয়ের হেফাজতে থাকা সর্বমোট ২১(একুশ) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য ও ০১(এক) টি মাইক্রোবাস উদ্ধার করে ১৩/০১/২০২৪ খি: ১৪.২৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।