আবু হানিফ পাকুন্দিয়া( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ আগমী কাল রোববার ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন। ভোটের প্রস্তুতি হিসেবে শনিবার বেলা ১টা থেকে পাকুন্দিয়া উপজেলার সকল কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠাচ্ছে নির্বাচন কমিশন।
কিশোরগঞ্জ -২ কটিয়াদী পাকুন্দিয়া আসনে জাতীয় সংসদ নির্বাচনে ১২০টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য নির্বাচনের অন্যান্য সরঞ্জাম পৌঁছে গেছে। দুপুর ১টায় কেন্দ্রগুলোতে ভোটের সামগ্রী পাঠানো হয়। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোট গ্রহণ কর্মকর্তারাও গেছেন কেন্দ্রগুলোতে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা করতে উপজেলার সবকটি কেন্দ্র বিশেষ নজর দারিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তবে ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আজগর হোসেন । কিশোরগঞ্জ -২ পাকুন্দিয়া কটিয়াদী আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় নির্বাচনি সামগ্রী কেন্দ্রে নিয়ে গেছেন, আগামিকাল সকালে ব্যালট পেপার পাঠানো হবে। নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে ভোট হবে।
এদিকে একই দিন সকালে পাকু্ন্দিয়া উপজেলা প্রশাসন ও পাকুন্দিয়া থানা প্রশাসনের আয়োজনে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার সদস্যদের সাথে পৃথকভাবে মতবিনিময় করেন।