নিজস্ব সংবাদদাতা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকাল ৪টায় নান্দাইল উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সমাবেশে নৌকার মনোনীত প্রার্থী ও নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি,সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মেজর জেনারেল (অবঃ)আব্দুস সালাম,র সভাপতিত্বে ও নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাহান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমউল্লাহ লিটনের যৌথ সঞ্চালনায়
বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মতিউর রহমান ভূইয়া, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল মালেক চৌধুরী স্বপন,সাবেক পৌরমেয়র আব্দুস সাত্তার ভূঁইয়া উজ্জল,মহিলা আওয়ামীলীগের নেতৃ ওয়াহিদা হোসেন রুপা,সাবেক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দীন ভূঁইয়া, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার, সাবেক উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও আচারগাঁও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু,উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও গাংগাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান নয়ন,সাবেক উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়া,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মুসফিকুর রহমন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা ও নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ্ব জালাল উদ্দিন মাষ্টার, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান রানা, কেন্দ্রীয় উপকমিটির সদস্য আলমগীর কবির দোলন,শ্রম বিষয়ক কেন্দ্রেীয় উপ-কমিটির সদস্য শাহজাহান কবির সুমন, যুবলীগ নেতা আবু নাঈম ভূঁইয়া ফারুক,জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক শফিউল আলম রাসেল সহ প্রমুখ।
উক্ত নির্বাচনী কর্মী সমাবেশে নান্দাইল উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা থেকে হাজার, হাজার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও নৌকার সমর্থকরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।