সুনামগন্জ প্রতিনিধি
শাল্লা শিক্ষা উন্নয়ন এসোসিয়েশন ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আগুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণব্রত চৌধুরী (৪৭) গত ৮ ডিসেম্বর হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি ২ মেয়ে স্ত্রী, মা ও আশংঙ্ক আত্মীয় স্বজন রেখে যান।
তার অকাল মৃত্যুতে সহকর্মীরা একটি শোকর্্যালী ও আলোচনা সভার আয়োজন করেন।
মঙ্গলবার বেলা সাড়ে ৩ টায় শিক্ষা উন্নয়ন এসোসিয়েশনের ব্যানারে শিক্ষা পরিবারের সহকর্মীগনের উপস্থিতিতে একটি শোকর্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনারের সামনে এসে বেলা ৪ টায় এক আলোচনা সভায় মিলিত হয়।
শাল্লা শিক্ষা উন্নয়ন এসোসিয়েশনের সভাপতি সুরঞ্জিত কুমার দাসের সভাপতিত্বে শিক্ষক বসুদেব সরকার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক –রিয়াজ উদ্দিন, অসিত চক্রবর্তী, কল্যাণব্রত চৌধুরীর ছোট ভাই শিক্ষক সুমন চৌধুরী, প্রধান শিক্ষক সুদীপ্ত দাস, সুব্রত কুমার দাস, নিউটন তালুকদার, অজিত কুমার তালুকদার, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সজল কান্তি সরকার, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাশ পীযুষ, সহকারী শিক্ষা অফিসার তাপস কুমার রায় ও আবু রায়হান, ইউআরসি আনোয়ার হোসেন প্রমুখ।