সঞ্জিত চন্দ্র শীল :
কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ এর বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা ও নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার যোগদান উপলক্ষ্যে দ্বায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ১২ ডিসেম্বর বিকালে কিশোরগঞ্জ সদর মডেল থানা চত্বরে বিদায় সংবর্ধনা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বিদায়ী অফিসার ইনচার্জ নবাগত অফিসার ইনচার্জকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝিয়ে দেন। পরে ওসির বিদায় ও যোগদান উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস।
আলোচনাসভায় কিশোরগঞ্জ সদর মডেল থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ সম্পর্কে সকল অফিসার ও ফোর্সগণ কান্নাবিজড়িত কন্ঠে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন।
পরে থানার সকল অফিসার ও ফোর্সগণ বিদায়ী অফিসার ইনচার্জকে ফুল সজ্জিত গাড়িতে করে অশ্রুসিক্ত হৃদয়ে বিদায় জানান।
ফুল সজ্জিত গাড়িতে করে বিদায়ী অফিসার ইনচার্জ নতুন কর্মস্থল কটিয়াদি মডেল থানায় যোগদান করেন।
এ সময় নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ফুল দিয়ে শুভেচ্ছা জানান থানার অফিসার ও ফোর্সগণ। তিনি এতদিন কুলিয়ারচর থানায় কর্মরত ছিলেন।