অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম
একদম সত্য কথা বলছি
তুমি হবে আমার বউ
জানবে না বুঝবে না তা
আশপড়শি অন্য কেউ।
পুতুল খেলার ছল করে
কচু পাতায় বাসর সাজাবো
বেলি ফুলের মালা দিয়ে
মুক্তা দরে কিনে নেবো।
পরীর মত উড়বো লাগাম ছাড়া
স্বপ্নের ঘরে দেবো হানা
মুঠো মুঠো ভালোবাসা দেবো
ছেড়ে কোথাও পালাবো না।
শিহরণে ছোঁয়া মনের কথা
ছড়িয়ে দিয়ে জোছনা জলে
টোনাটুনি প্রাণের শপথ নিলো
ঠোঁটে ঠোঁটে কল্পকথা বলে।
এমন ক্ষণে পাখী শিকারী
দিলো একটি গুলি ছোঁড়ে
প্রাণটি তখন হাতে নিয়ে
অচিন পথে গেলো উড়ে।
সেই থেকে এক পায়ে দাঁড়িয়ে
কাঁদে পাখা ঝাপটায় টোনা
টুনি কোথায় গেলো হারালো
হলো না কিছুই আর জানা।