সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে ১৪০ পিছ ইয়াবাসহ মো. বিপুল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ নভেম্বর) সকালে উপজেলার পিতলগঞ্জ এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে হোসেনপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মো. বিপুল মিয়া উপজেলার রানাগাঁও গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে।
জানা যায়, ওইদিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার পিতলগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন। পরে সেখান থেকে ১৪০ পিছ ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে হোসেনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে হোসেনপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে ৮ টি মামলা রয়েছে।
হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।