1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
সারাদেশে শ্রেষ্ঠ শিক্ষিকা হলেন জামালপুরের ফারজানা ইসলাম কিশোরগঞ্জে স্বামীর নির্যাতনে বিষপানে মৃত্যুর অভিযোগ লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়েএক জরুরি ব্রিফিং অনুষ্ঠিত লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রকে হত্যার অভিযোগে শিক্ষক আটক চট্টগ্রামের ২৭ জন শীর্ষ সাংবাদিকসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহবান -বিএমইউজে পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়াতে লিচুর বাম্পার ফলন কিশোরগঞ্জে সরকারি কর্মচারীদের ৭ দফাদাবীসহ স্মারকলিপি প্রদান তাড়াইলে নব যোগদানকৃত নির্বাহী অফিসারের মতবিনিময় সভা লিবিয়াতে ভয়াবহ সংঘর্ষ নতুন করে যুদ্ধের আশংকা পাকুন্দিয়ায় ডেভিল হান্টের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ২ নেতা গ্রফতার

ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

  • প্রকাশ কাল শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৮৬ বার পড়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
“পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ মন্ত্রকে ধারণ করে ময়মনসিংহ জেলা পুলিশ এবং জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে উদযাপিত হয়েছে ‘কমিউনিটি পুলিশিং ডে ২০২৩’।

এ উপলক্ষ্যে আজ শনিবার (০৪ নভেম্বর) সকাল ১০.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলা সদরস্থ কাচিঝুলি মোড় থেকে পুলিশ লাইন্সে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শহীদ পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে কমিউনিটি পুলিশিং ডে’র অনুষ্ঠান শুরু হয়।

পরবর্তীতে মাল্টিপারপাস শেডে ময়মনসিংহ জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম এর সভাপত্বিতে আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম খালিদ, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অভিভাবক সম্মানিত রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার)।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ, এহ্তেশামুল আলম, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখা, এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ, অধ্যাপক ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান, জেলা পরিষদ, ময়মনসিংহ, মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং জেলা কমিটি, ময়মনসিংহ, অমিত রায়, সাধারণ সম্পাদক, প্রেসক্লাব, ময়মনসিংহ সহ পুলিশের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, জেলা কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ।

সম্মানিত প্রধান অতিথি, মূখ্য আলোচক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ তাঁদের পৃথক বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে পুলিশ সদস্যদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং করোনা মহামারীর সময়ে পুলিশ সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তারা অপরাধ ভীতির পাশাপাশি পুলিশ ভীতি দূর করতে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন এবং নিঃস্বার্থভাবে পুলিশের পাশে থেকে সকলকে নাগরিক দায়িত্ব পালন করার আহবান জানান।

মুখ্য আলোচক নতুন প্রজন্মের জন্য নিরাপদ নগরী গড়ে তুলতে পুলিশ-জনগণ কাঁধে কাধ মিলিয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। দিবসটি উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ জেলার প্রতিটি থানা ও ইউনিট দিনব্যাপী পৃথক পৃথক কার্যক্রম পরিচালনা করেছে।

জনগণের দোরগোড়ায় পুলিশিং সেবা পৌছে দিতে কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে ময়মনসিংহ পুলিশের প্রতিটি সদস্য। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে অপরাধের বহুমাত্রিকতা নিয়ন্ত্রণে জনগণের সক্রিয় অংশগ্রহণ পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করছে। এ লক্ষ্যে ময়মনসিংহ জেলা পুলিশের প্রতিটি থানায় পরিচালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং কার্যক্রম।

বিট পুলিশিং মিটিং, স্কুল ও কলেজ সহ মসজিদ কেন্দ্রিক সচেতনতামূলক প্রচারণা ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে বৃদ্ধি পাচ্ছে জনগণের সম্পৃক্ততা। এদিকে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে “কমিউনিটি পুলিশিং ডে-২০২৩” এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST