অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম
চোখে রং মেখে আর কি হবে
পালিয়ে গেছে সোনালি দিন ক্ষণ
চারিদিকে চুপচাপ গভীর নীরবতা
নিজের মনটাও হয়ে গেছে পরাধীন।
যেদিকে রাখি চোখের দৃস্টি প্রসারিত
দেখি বেজন্মায় ভরে গেছে মানবতার দলিলি
মূল্যবোধহীন মুখোশে ঢেকে রাখে হাত পা
শুভ বোধের ঘরে দিয়ে রাখে অসুখের খিল।
কল্যাণের কথা বলতো যারা দিয়েছে গা ঢাকা
পৃথিবীটা হয়ে গেছে বেপরোয়া দখলবাজদের অধীন
মানব প্রেমী নীরবে সহ্য করে অলিখিত বোবা কান্না
হৃদয় মন দূর্নীতিবাজ মুখোশের আড়ালে স্বাধীনতাহীন
মানবতার সেবক যারা আসবে কবে ফিরে
সৎ সততার পতাকা উড়িয়ে দাঁড়াবে পাশে
বলবে ভয় নাই এগিয়ে যাও নির্ভয়ে সন্মুখে
এই ধরণী বেঁচে আছে মানবতাকে ভালোবেশে।