সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জে জেলার হোসেনপুর উপজেলায় নানা আয়োজনের জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।
শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১১টায় হোসেনপুর
পৌরসভার ফায়ার সার্ভিস সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলামের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, উপজেলা যুবলীগ, বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ,সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ্ মাহবুবুল হক, সাধারণ সম্পাদক এম এ হালিম, যুবলীগ নেতা হাকিম তানিম, আলমগীর হোসেন টুটুল, শ্রমীক লীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম তাজু, বাংলাদেশ আওয়ামী তরুণ লীগের সহ সভাপতি শাহাব উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক রমজান আলী রাজন, সহ সাংগঠনিক জহিরুল ইসলাম ও মৎস্যজিবী লীগ নেতা মোঃ কাজল মিয়া, ওলামা লীগ নেতা আবদুল ওয়াদুদ মকসুদ সহ
অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে সুখী সমৃদ্ধ দেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়া সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় চার নেতার হত্যাকারীদের বিদেশ থেকে ফিরিয়ে এনে মামলার রায় কার্যকরের দাবি জানান।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করেন।