অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম
তুমুল প্রেমে পড়েছি নেমে
যা কখনও ভাবিনি
ঠোটে এখন কাঁপে শিহরণ
নির্ঘুমে কাটে রজনি।
স্বপ্নের ঘোরে ছটফট করে
পায়ের পর হাত
ছোঁয়ে দেখে রং মেখে
প্রেমের বাজিমাৎ।
ঠোঁটে ঠোঁটে নেবো লুটে
গভীর অনুভূতি
প্রেম করেছি বেশ করেছি
করেছি কি ক্ষতি।
হাত বাড়ালে তোমায় পেলে
দুনিয়া পাবো হাতে
হাজার বছর প্রেমের ভেতর
থাকবো চুম্বনে মেতে।
প্রেম করবো ডুবে মরবো
যমুনার গভীরে
মমতাজ আর শাহজাহান তার
প্রেম অনলে পুড়ে।