অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম
তুমুল প্রেমে পড়েছি নেমে
যা কখনও ভাবিনি
ঠোটে এখন কাঁপে শিহরণ
নির্ঘুমে কাটে রজনি।
স্বপ্নের ঘোরে ছটফট করে
পায়ের পর হাত
ছোঁয়ে দেখে রং মেখে
প্রেমের বাজিমাৎ।
ঠোঁটে ঠোঁটে নেবো লুটে
গভীর অনুভূতি
প্রেম করেছি বেশ করেছি
করেছি কি ক্ষতি।
হাত বাড়ালে তোমায় পেলে
দুনিয়া পাবো হাতে
হাজার বছর প্রেমের ভেতর
থাকবো চুম্বনে মেতে।
প্রেম করবো ডুবে মরবো
যমুনার গভীরে
মমতাজ আর শাহজাহান তার
প্রেম অনলে পুড়ে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.