1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব -১ বহুমুখী বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব ২৫ প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সিভিল সার্জনের আয়োজনে স্যানিটেশন ও হাইজিন বিষয়ক কর্মশালা এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগার, কিশোরগঞ্জের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ উদযাপন লিবিয়া ও তিউনিশিয়া সীমান্তে পণ্যের মতো বিক্রি হয় অভিবাসীরা ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা থেকে ১১ আইনজীবী খালাস রাজারহাটে ভিক্ষুক পূনর্বাসনেবিকল্প কর্মসংস্থানের উদ্ধোধন করলেন ইউএনও টঙ্গীতে সন্ত্রাসী হামালার প্রতিবাদে বিক্ষোভ সভা মধুপুরে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
শিরোনাম
গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব -১ বহুমুখী বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব ২৫ প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সিভিল সার্জনের আয়োজনে স্যানিটেশন ও হাইজিন বিষয়ক কর্মশালা এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগার, কিশোরগঞ্জের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ উদযাপন লিবিয়া ও তিউনিশিয়া সীমান্তে পণ্যের মতো বিক্রি হয় অভিবাসীরা ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা থেকে ১১ আইনজীবী খালাস রাজারহাটে ভিক্ষুক পূনর্বাসনেবিকল্প কর্মসংস্থানের উদ্ধোধন করলেন ইউএনও টঙ্গীতে সন্ত্রাসী হামালার প্রতিবাদে বিক্ষোভ সভা মধুপুরে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

কিশোরগঞ্জে পিস্তল, বুলেট ও দেশীয় অস্ত্রসহ যন্ত্রপাতি উদ্ধার

  • প্রকাশ কাল বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৬৯ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট

কিশোরগঞ্জ সদর থানা পুলিশ কর্তৃক ছাত্রদল নেতার ভাড়াবাসা থেকে পিস্তল, বুলেট ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং দেশীয় অস্ত্র তৈরীর সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার।

কিশোরগঞ্জ সদর থানা পুলিশ কর্তৃক ছাত্রদল নেতার বাড়ী থেকে পিস্তল, বুলেট ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং দেশীয় অস্ত্র তৈরীর সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। শহেরর হারুয়া মানিক ফফিকের গলি নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কিশোরগঞ্জ সদর থানার এসআই (নিঃ) তানভীর হাসান খান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৭/১০/২০২৩ খ্রি: দিবাগত রাত অর্থাৎ ১৮/১০/২৩ ইং ০০:১০ ঘটিকায় কিশোরগঞ্জ শহরের হারুয়া নামক এলাকার মানিক ফকিরের গলিতে আসামী তাকবীর উদ্দিন রকিব(৩১), পিতা-মৃত আবু তাহের ৥ মাইক তাহের, সাং-হারুয়া কুটিগিদ্দী, থানা ও জেলা-কিশোরগঞ্জ এর ভাড়াকৃত ওমর ফারুক, পিতা-আবুল কাশেম এর মালিকানাধীন ”জহুরা নীড়” নামীয় টিনের চৌচালা ঘরের উত্তর পাশের রুমে অভিযান পরিচালনা করে। এ সময় আসামী ছাত্রদল নেতা (গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদল শাখার আহবায়ক) তাকবীর উদ্দিন রকিব কৌশলে পালিয়ে যায়। আসামীর ভাড়াকৃত বাসার উচু দেয়াল টপকে পুলিশ সদস্য ভিতরে ঢুকে গেট খুলার আগেই আসামী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

       পরবর্তীতে পুলিশ সদস্যরা সাক্ষীদের উপস্থিতিতে আসামীর  ভাড়াকৃত বাসায় তল্লাশী অভিযান পরিচালনা করে (ক) ০১(এক) টি কালো রংয়ের রিভলবার, যার বাট কালো কসট্যাপে প্যাচানো এবং ডলফিন নামীয় দিয়াশলাই ম্যাচের ভিতর রক্ষিত এক রাউন্ড গুলি যাহার পিছনে 7.65mm লেখা, (খ) একটি কালো রংয়ের ক্র্যাচার, যার দৈর্ঘ্য ৩৯(উনচল্লিশ) ইঞ্চি এবং নিচের দিকের প্লাস্টিকের অংশ ভাঙ্গা, (গ) ০১(এক) টি পাইপ(স্টিল) এর হাতলযুক্ত তলোয়ার, যার মোট দৈর্ঘ্য ৩৭(সাতত্রিশ) ইঞ্চি। (ঘ) কাপড় দিয়ে মোড়ানো এবং কালো কসট্যাপ দিয়ে প্যাচানো হাতলযুক্ত ০১(এক) টি স্টিলের তলোয়ার, যার মোট দৈর্ঘ্য ৩৬(ছত্রিশ) ইঞ্চি। (ঙ) ০১(এক) টি স্টিলের পাইপ এর হাতলযুক্ত রাম দা, যার মোট দৈর্ঘ্য ৩৩(তেত্রিশ) ইঞ্চি এবং হাতল দড়ি ও কালো কসট্যাপে মোড়ানো। (চ) ০১(এক) টি উভয়পাশ ধারালো কাপড় ও কালো কসট্যাপে মোড়ানো হাতলযুক্ত ড্রেগার, যার হাতলসহ মোট দৈর্ঘ্য ৩৩(তেত্রিশ) ইঞ্চি। (ছ) ০১(এক) টি স্টিলের হাতলযুক্ত রাম দা, যার হাতল সহ মোট দৈর্ঘ্য ৩২(বত্রিশ) ইঞ্চি এবং হাতল দড়ি ও কালো কসট্যাপে প্যাচানো। (জ) ০১(এক) টি কাঠের হাতলযুক্ত রাম দা, যাহার হাতল সহ মোট দৈর্ঘ্য ৩৬(ছত্রিশ) ইঞ্চি। (ঝ) ০২(দুই) টি স্টিলের পাত যেগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ২৪(চব্বিশ) ও ২৪.৫(সাড়ে চব্বিশ) ইঞ্চি। (ঞ) ০১(এক) টি স্টিলের হাতলযুক্ত স্টিলের পাত যাহার মোট দৈর্ঘ্য ২৭(সাতাশ) ইঞ্চি। (ট) ০১(এক) টি ০৪(চার) ইঞ্চি বেড়ের স্টিলের পাইপ যাহার একপাশে কালো কসট্যাপ দ্বারা প্যাচানো। (ঠ) ০১(এক) টি কালো কসট্যাপে মোড়ানো হাতলযুক্ত স্টিলের ড্রেগার যার হাতলসহ মোট দৈর্ঘ্য ১৯(উনিশ) ইঞ্চি এবং ড্রেগারের নিচের দিকে উভয়পাশে খাঁজ কাটা।  (ড) ০১(এক) টি হাতল ছাড়া দাও, যার মোট দৈর্ঘ্য ২০(বিশ) ইঞ্চি। (ঢ) ০১(এক) টি প্লাস্টিকের হাতলযুক্ত একপাশে খাজ কাটা চাকু যাহার হাতল সহ  হাতল সহ মোট দৈর্ঘ্য ১২(বারো) ইঞ্চি। (ণ) ০১(এক) টি প্লাস্টিকের হাতলযুক্ত চাইনিজ কুড়াল, যাহার হাতলসহ মোট দৈর্ঘ্য  ১৩.৫(সাড়ে তেরো) ইঞ্চি। (ত) ০১(এক) টি স্টিলের পাইপ এর হাতলযুক্ত হাতে বানানো চাইনিজ কুড়াল যার মোট দৈর্ঘ্য ১৩.৫(সাড়ে তেরো) ইঞ্চি। (থ) ০১(এক) টি স্টিলের বাকানো চাকু, যার বাটে চিকন রোহা জ্বালা দিয়ে লাগানো, যার মোট দৈর্ঘ্য ১৪(চৌদ্দ) ইঞ্চি। (দ) স্টিলের তৈরী হাতল সহ ৮.৫(সাড়ে আট) ইঞ্চি সাইজ এর ০২(দুই) টি চাকু যেগুরোর একটির হাতল কালো কসট্যাপে মোড়ানো। (ধ) স্টিলের তৈরী হাতলযুক্ত ০৮(আট) ইঞ্চি সাইজ এর ০২(দুই) টি চাকু যেগূলোর হাতল কসট্যাপে মোড়ানো। (ন) ০২(দুই) টি স্টিলের হাতল যেগূলোর দৈর্ঘ্য ১০(দশ) ইঞ্চি করে। (প) CROCDOILE BRAND এর একটি করাত যার হাতল কাঠের তৈরী। (ফ) XPART ব্র্যান্ড এর একটি গ্লান্ডিং মেশিন।  (ব) ০১(এক) টি হাতুরী। (ভ) ০১(এক) টি TSTOP ব্র্যান্ড এর কম্বিনেশন প্রিয়ারস। (ম) তাকবীর উদ্দিন রকিব নামীয় একটি পোস্টার যাহাতে তাহার পদবী গুরুদয়াল সরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক লেখা ইত্যাদি ১৮ অক্টোবর ২০২৩ খ্রি: ০১:২০ ঘটিকায় পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে জব্দ তালিকা মূলে জব্দ করে। 

থানার রেকর্ড যাচাই করে আসামী তাকবীর উদ্দিন রকিব(৩১) এর বিরুদ্ধে-
১। (11GS1) কিশোরগঞ্জ এর কিশোরগঞ্জ সদর থানার ,এফআইআর নং-২, তারিখ- ০১ মার্চ, ২০১৯; সময়- ০৮.৩৫ ধারা- ১৯-a/১৯(f) ১৮৭৮ সালের অস্ত্র আইন;এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী।
২। (11GSF) কিশোরগঞ্জ এর কিশোরগঞ্জ সদর এফআইআর নং-১, তারিখ- ০১ মার্চ, ২০১৯; সময়- ০৮.২৫ ধারা- ১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩২৬/৩০৭ পেনাল কোড-১৮৬০; এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/ বিবাদী।
৩। (12YEP) কিশোরগঞ্জ এর কিশোরগঞ্জ সদর থানার ,এফআইআর নং-৫৫, তারিখ- ২৭ জানুয়ারি, ২০১৯; সময়- ২৩.৪৫ ধারা- ১৪৭/১৪৮/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০২/৩০৭/৩৭৯/৪২৭/৩৪ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী।
৪। (1SRKD) কিশোরগঞ্জ এর কিশোরগঞ্জ সদর থানার ,এফআইআর নং-৪,তারিখ- ০৩ ডিসেম্বর, ২০১৮; সময়- ২২.৫০ ধারা- ১৪৩/৪৪৭/৩৪১/৩২৩/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী।
৫। (V7RP) কিশোরগঞ্জ এর কিশোরগঞ্জ সদর থানার ,এফআইআর নং-৪০, তারিখ- ২৮ জুন, ২০১৪; সময়- ধারা- ১৪৩/৩২৩/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী।
৬। (1V22T) কিশোরগঞ্জ এর কিশোরগঞ্জ সদর থানার ,এফআইআর নং-১২/৪৯, তারিখ- ০৮ ফেব্রুয়ারি, ২০২২; জি আর নং-, তারিখ- ০৯ ফেব্রুয়ারি, ২০২২; সময়- তারিখ ১২.৩৫ ঘটিকা। ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী – চার্জশীট :-১৯৯, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।
৭। (1ESS7) কিশোরগঞ্জ এর কিশোরগঞ্জ সদর থানার ,এফআইআর নং-৫০/১৫২, তারিখ- ৩১ মার্চ, ২০২১; সময়- ০৮:৩০ ঘটিকা। ধারা- ৬(২) এর (অ)/৬(২) এর (আ)/৬(২)

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST