স্টাফ রিপোটারঃ কিশোরগঞ্জের হোসেনপুরে মাছ ধরাকে কেন্দ্র করে ভাসুর ও ননদের পিটুনিতে এক গৃহবধু খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধু রহিমা খাতুন (৩৮) উপজেলার জিনারী খাঁ পাড়া গ্রামের মো: রহিদ মিয়ার স্ত্রী।
প্রতিবেশীরা জানান, অতিবৃষ্ঠিতে হঠাৎ বন্যায় বিভিন্ন ফিসারী ও পুকুর ডুবে যাওযায় তাদের নিচু জমিতে অনেক মাছ আটকে জমা হলে গত শুক্রবার মাছ ধরাকে কেন্দ্রকরে হালকা কথার কাটাকাটির একপর্যায়ে দুলাল মিয়াকে তার ভাই রহিদ গৃহবধূ রহিমা ও দুলাল মিয়ার ছেলে এক পক্ষ হয়ে দুলাল মিয়া কে পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে দুলাল মিয়া ও তার ছোট বোন মাহফুজা আক্তার সোমবার ( ১০অক্টোবর) আবার মাছ ধরতে গেলে মোঃ রহিদ মিয়ার স্ত্রী রহিমা পাশ্ববর্তী গ্রাম গাবরগাওের আহম্মদের ছেলে মোঃ রফিকুল মিয়া, মোঃ সুরুজ মিয়ার দলবল নিয়ে মারামারিতে জরিয়ে পড়েন। এতে রহিমা খাতুন গুরুতর আহত হলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় দ্রুত কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় গত বুধবার চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।
গ্রেফতার দুই
এই মামলা দুজন কে গ্রেফতার করেন হোসেনপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন একই গ্রামের আমান উদ্দীনের ছেলে মোঃ আব্দুল হেলিম, কলেজ পুড়ুয়া ছাত্র মোঃ হিমেল মিয়া। গ্রেফতারকৃতদের মা ও এলাকাবাসীর দাবি, যারা গ্রেফতার হয়েছেন তারা কেউ এর সাথে জড়ীতনন। জমিসংক্রান্ত পূর্বসূত্রতার জেরে বাদিকে ফুসিঁয়ে গাবরগাও গ্রামের আহম্মদের ছেলে মোঃ রফিকুল ইসলাম আসামী করেছেন।
এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান টিটু জানান, এ ঘঠনায় মামলা হয়েছে। দুই আসামীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের শেষে দাফন করা হয়েছে ।