নিজস্ব সংবাদদাতা
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সীমান্তবর্তী সিংরইল ইউনিয়নের বাকচান্দা বাজার থেকে কিশোরগঞ্জ সদর উপজেলার সাদুল্লাহচর বাজার ভায়া নীলগঞ্জ প্রধান রাস্তার পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নির্মিত বেড়ী বাধ ও রাস্তা গত মঙ্গলবার (১০ অক্টোবর) লোকজন নিয়ে ভেকু ব্যবহার করে রাস্তা কেটে দিয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলার রাশিদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল। এই গুরুত্বপূর্ন বড় রাস্তা কেটে দেওয়ায় নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নে ও পাশ্ববর্তী ২০/২৫টি গ্রামের মানুষ বাড়ি থেকে বের হয়ে কোথাও যেতে পারছেনা। রাস্তাটি কেটে দেওয়ায় বড় খালের সৃষ্টি হয়েছে এবং যানবাহন ও জনগনের যাতাযায় সম্পূর্ন রূপে বন্ধ রয়েছে। এছাড়া কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ এলাকার বৃষ্টির পানি নান্দাইল উপজেলায় প্রবেশ করে ফসলী জমি ও মৎস্য খামারের ব্যাপক ক্ষতি সাধন করেন। ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল সেলফোনে জানান, বারইখালী স্লুইস গেইট দিয়ে পানি প্রবাহিত না হওয়ায় আমার এলাকার পানি দ্রুত নিষ্কোষন হওয়ার জন্য আমি রাস্তা ও ভেড়ীবাদ কেটে দিয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান জানান, ভেড়ীবাদ কেটে দেওয়ায় নান্দাইল উপজেলার জনগনের অসুবিধার জন্য তিনি দ্রুত একটি অস্থায়ী পারাপারের ব্যবস্থা গ্রহন করেছেন। কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান সেলফোনে জানান, ঘটনার পরপরেই তিনি ঘটনাস্থলে যান এবং দ্রুত রাস্তাটি ভরাট করে দেবার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে বলে এসেছেন। নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের সর্বস্তরের জনগণ এলাকাবাসীর যাতায়াত এবং পরিবহন চলাচল করার জন্য দ্রুত জায়গাটি ভরাট করার জোরদাবী জানিয়েছেন।