সরকার অরুণ যদুঃ রাজারহাট ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
শনিবার সন্ধায় রাজারহাট প্রেসক্লাব আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ” তুমি সন্ধা মালতী ” বিদায়ী অতিথি সম্বোধন করে
স্বাগতঃ জানানো হয়। নিউ নেশান পত্রিকার প্রতিনিধি আরিফুল ইসলামের সঞ্চালনায় এক জম জমাট আসরের সূচনা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রজব আলী। রাজারহাট প্রেসক্লাব সভাপতি ও বিশিষ্ট কথা সাহিত্যিক সরকার অরুণ যদু মহোদয়ের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান, প্রেসক্লাব সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি মোবাশ্বের লিটন, পাইলট উঃ বিদ্যালয়ের সাবেক প্রঃ শিক্ষক আঃ কালাম আজাদ ও সাংবাদিক মোফাকখারুল ইসলাম প্রমূখ।