সোহেল রানা :
মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন,সরকারি চাকরিতে ৩০%কোটা পুনর্বহাল, মুক্তিযোদ্ধদের রেশনিং ব্যাবস্থা চালুসহ সারাদেশে বীর মুক্তিযোদ্ধা পরিবারের উপর নির্যাতন বন্ধ ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য ও উদ্দেশ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষে ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ দুপুরে কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সভাপতি মনোয়ার হোসাইন রনীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার আসাদউল্লাহ, ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান, কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক সেলিমসহ শতাধিক মুক্তিযোদ্ধা।