ডেস্ক রিপোর্ট : কিশোরগঞ্জে ডিবির অভিযানে সদর থানা এলাকায় ৭৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ০৫-০৯-২০২৩ খ্রি. রাত্রি ২০.০০ ঘটিকার কিশোরগঞ্জ সদর থানাধীন জালোয়াপাড়া এলাকায় পুলেরঘাট বাজারে মেসার্স জাহাঙ্গীর মোটরস এর সামনে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে বিবাদী ১। মো. ফারুক মিয়া (৩০), পিতা- গোলাপ মিয়া, সাং- পূর্ব কাতিয়ারচর, ২। মো. শফিক (২০), পিতা- নিজাম উদ্দিন, সাং- বীরদামপাড়া যশোদল, উভয় থানা- কিশোরগঞ্জ সদর, জেলা- কিশোরগঞ্জদ্বয়কে গ্রেফতার করে এবং বিবাদীদ্বয়ের নিজ হেফাজত হতে তাদের নিজ হাতে বের করে দেওয়া সর্বমোট ৭৫০ (সাতশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে রাত্রি ২০.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে।
এ ঘটনায় কিশোরগঞ্জ সদর-মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।