উপজেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম ঃ
কিশোরগঞ্জ তাড়াইলে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি’র ৭০ তম জন্মদিন উপলক্ষে, আলোচনা সভা, ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
তাড়াইল সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সায়েম দাদ খান নওশাদ এর সভাপতিত্বে ও জাতীয় পার্টির ছাত্র সমাজের সভাপতি আলমগীর হোসাইন এর সঞ্চালনায় ১লা সেপ্টেম্বর ২০২৩ইং সময় সন্ধ্যা ৬ ঘটিকায়, তাড়াইল উপজেলা হল রুমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। তাড়াইল উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ৭০ তম জন্মদিন জাঁকজমক ভাবে পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলার চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম ভূঞা শাহিন, জেলা পরিষদের সদস্য মোঃ একে এম জামান সম্রাট, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাজমুল হক আকন্দ, তাড়াইল উপজেলা জাতীয় পার্টি অন্যতম প্রবীণ নেতা মাষ্টার মতিউর রহমান, আরও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও সাংবাদিক মিডিয়াসহ তৃনমুল পর্যায়ের জাতীয় পার্টির নেতা কর্মীবৃন্দ।
বক্তব্যে উপজেলার চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঞা শাহিন বলেন, মুজিবুল হক চুন্নু এমপি হচ্ছেন তাড়াইল করিমগঞ্জের উন্নয়নের রুপকার, তিনি হলেন মানবতার ফেরিওয়ালা। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাজমুল হক আকন্দ বলেন,মুজিবুল হক চুন্নু এমপির জন্ম কাজলা গ্রামে মুন্সিবাড়িতে, তিনি হচ্ছেন আদর্শ একজন নেতা, তাড়াইল করিমগঞ্জের সূর্য, তার আলোয় আলোকিত তাড়াইল- করিমগঞ্জ। মাষ্টার মতিউর রহমান বক্তব্যে বলেন, মুজিবুল হক চুন্নু এমপি হচ্ছেন বর্তমান জাতীয় পার্টির মহাসচিব, তাড়াইল করিমগঞ্জে এমন কোনো জায়গা নেই এমন কোনো সেক্টর নেই সেখানে মুজিবুল হক চুন্নুর এমপি মহোদয়ের উন্নয়নের ছোঁয়া লাগেনি । সবশেষে কেক কেটে এবং মুজিবুল হক চুন্নু এমপির দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্য কামনা করে শুভ জন্মদিনের অনুষ্ঠান সমাপ্ত করেন।