1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে পাহাড়ি ঢলে নিখোঁজ দাদা-নাতির লাশ উদ্ধার

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৩৮ বার পড়েছে


বিশেষ প্রতিনিধি

চট্টগ্রাম সাতকানিয়া,দোহাজারী পৌরসভাস্থ আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ দাদা- নাতির লাশ ঢলের পানি কিছুটা কমার পর স্থানীয় লোকজন উদ্ধার করে। চন্দনাইশ থানা পুলিশ ইউনিটের সক্রিয় সহযোগিতায়,ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ দুইটির পরিচয় সনাক্ত করেন।

অদ্য ১০জুলাই,সকাল ৮টায় একই স্থান হইতে ভিকটিম আবু সৈয়দ(৮৩) দাদা এর মৃত দেহ ও গতকাল ৯জুলাই,বিকাল ৩টায়,দোহাজারী পৌরসভাস্থ জামিরজুরি কাছিউল উলুম মাদ্রাসার পশ্চিম পাশের ভিকটিম মোঃ আনাছ নাতির(১০) এর মৃত দেহ স্থানীয় লোকজন উদ্ধার করে।

ঘটনার সংক্ষিপ্ত বিবরনে ৮জুলাই সকাল ১১টায় হইতে ১১.৩০টা মধ্যবর্তী সময়ে চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভাস্থ নাছির মোহাম্মদ পাড়া এলাকা থেকে ভিকটিম ১) আবু সৈয়দ(৮৩) পিতা-মৃত কালা মিয়া, ২) মোঃ আনাছ(১০) পিতা-মোস্তাক, উভয় সাং-পূর্ব দোহাজারী, নাছির মোহাম্মদ পাড়া, ০৭নং ওয়ার্ড, দোহাজারী পৌরসভা, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রামদ্বয় নিজ বাড়ি হইতে দোহাজারী পৌরসভাস্থ জামিরজুরি এলাকায় যাওয়ার সময় আকস্মিক পাহাড়ী ঢলের তীব্র স্রোতে তাদেরকে ভাসিয়ে নিয়ে যায়।

ঘটনার সংবাদ পেয়ে চপুলিশ ইউনিটের সক্রিয় সহযোগিতায়,ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ দুইটির পরিচয় সনাক্ত করেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থা: সংবাদ পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ দুইটির পরিচয় সনাক্ত করেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তথ্য নিশ্চিত করেছেন,আনোয়ার হোসেন,অফিসার ইনচার্জ,চন্দনাইশ থানা, চট্টগ্রাম ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST