সাব্বির আহমেদ মানিক
কিশোরগঞ্জের বাজিতপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে প্রেস ব্রিফিং করা হয়েছে।
৮ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টার দিকে বাজিতপুর উপজেলা কনফারেন্স রুমে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইনের সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী।
এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরিন হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল হক ও বাজিতপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল হক জানান, ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’স্লোগানে মুজিব শতবর্ষে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ৪৬ টি একক গৃহ হস্তান্তরের মাধ্যমে ভূমি ও গৃহহীনমুক্ত উপজেলা হতে যাচ্ছে বাজিতপুর। এর আগে উপজেলার ১১টি ইউনিয়নের মোট ১৬৩ জন ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, উপকারভোগী প্রত্যেক পরিবারকে দুই শতাংশ করে জমি রেজিস্ট্রি করে দেয়া হয়েছে। সেই সঙ্গে নাম খারিজ ও খাজনা পরিশোধ করে স্বত্ব দখল বুঝিয়ে দেয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া ওই জমির ওপর সরকার নির্ধারিত ডিজাইনে পাকঘর ও ল্যাট্রিন সংবলিত দ্বিকক্ষবিশিষ্ট সেমিপাকা ঘর নির্মাণের কাজও সম্পন্ন করা হয়েছে। আগামী কাল ৯ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে (২ য় ধাপে) সারা দেশে ২২,১০১ টি পরিবারকে জমি ও গৃহ প্রদানের অংশ হিসেবে বাজিতপুর উপজেলার ৪৬ টি পরিবারকে পুনর্বাসন করা হবে। এছাড়াও সারা দেশের ন্যায় বাজিতপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হবে।