মোয়াজ্জেম হোসেন স্টাফ রিপোর্টারঃ
ডেঙ্গু প্রতিরোধে ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) এর পক্ষ থেকে এক সচেতনতামূলক র্যালি পালন করা হয়
আজ ছয় আগষ্ট শনিবার সকাল দশঘটিকার সময় র্যালিটি শুরু হয়।র্যালিটি কারিগরি প্রশিক্ষন কেন্দ্র হতে শুরু করে প্রায় এক কিলোমিটার দুর ঠাকুরগাঁও ব্যাস্ট্যান্ড গোল চত্বর প্রদক্ষিন করে আবার ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) তে এসে শেষ হয়।
উক্ত ডেঙ্গু সচেতনমূলক র্যালিতে উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) অধ্যক্ষ মোঃ সামছুর রহমান,কম্পিউটার ট্রেড,জেনারেল ইলেকট্রিক্যাল ট্রেড, ইলেকট্রনিক্স ট্রেড,ফুড প্রসেসিং ট্রেড,গার্মেন্টস ট্রেড,আর/এসি ট্রেড,অটোমোবাইল ট্রেড সহ উক্ত সকল ট্রেড এর শিক্ষক কলাকৌশলি ও কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের প্রায় দুইশতাধিক ছাএছাএী ও প্রশিক্ষনার্থী।
র্যালি শেষে কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মোঃ সামছুর রহমান সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন বর্তমানে ডেংঙ্গু প্রভাব অনেকাংশে বেড়েই চলেছে তাই ডেংঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন থাকতে হবে বাড়ির আশেপাশে পরিস্কার রাখা সহ সকল প্রকার নিয়ম কানুন মেনে চলার পরামর্শ দেন।