1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন

কিশারগঞ্জে যুব উনয়ন উদ্যোগে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

  • প্রকাশ কাল বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৪৬ বার পড়েছে


কিশারগঞ্জ প্রতিনিধিঃ কিশােরগঞ্জ যুব উনয়ন উদ্যােগে বৃক্ষরাপন ও গাছের চারা বিতরণ করা হয়েছ। বুধবার বিকাল জেলা সদরের মহিনদ ইউনিয়নের গােয়ালাপাড়াস্ যুব উনয়ন পরিষদ প্রাঙ্গন ও বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন কিশারগঞ্জ সদর উপজেলার যুব উনয়ন অফিসার এ কে এম আব্দুল কাদির ভূইয়াঁ হিরা। বিশষ অতিথি ছিলেন সদর উপজেলার সহকারী যুব উনয়ন কর্মকতা সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা মো; কামাল উদ্দিন। যুব উনয়ন পরিষদর সভাপতি যুব সংগঠক মাঃ আমিনুল হক সাদীর সভাপতিত্ব অনুষ্ঠান বক্তব্য রাখন আদর্শ যুব সংঘের সভাপতি মুহিবুল হাসান, সহ সম্পাদক আলম মিয়া, যুব উনয়ন পরিষদর সাংগঠনিক সম্পাদক শাহবিয়া আলম নাদিম, কোষাধ্যক্ষ রিয়াদ হাসাইন, সদস্য মাহফুজুল হক রুবল, মাহবুব আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যকাল সদরর যুব উনয়ন অফিসার এ ক এম আব্দুল কাদির ভূইয়াঁ হিরা বলেন, আমি সদর যোগদান করার পর স্বেছাসবী এ যুব উনয়ন পরিষদটির সভাপতি আমিনুল হক সাদীর সাথ পরিচয় হয় একাধিকবার সংগঠনটির কার্যক্রম পরিদর্শন আসি। সংগঠনটির কার্যক্রম আমাদর যুব উনয়ন অধিদপ্তরর প্রধান কাযার্লয়র প্রতিনিধিদলও পরিদর্শন আসন। সংগঠনটির নানা কার্যক্রম আমি অত্যÍ পুলকিত। আমি সংগঠনটির আরও উন্নতি কামনা করি।
পর কিশারগঞ্জ যুব উনয়ন পরিষদর উদ্যাগ অতিথিদের মাধ্যম কয়ক শতাধিক গাছের চারা বিতরণ করা হয় এবং বিভিন ফলজ ও বনজ চারা রোপন করা হয়। এ সময় যুব উনয়ন পরিষদর কার্যকরী কমিসটির সদস্যগণ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্তি ছিলন।
কিশােরগঞ্জ যুব উনয়ন পরিষদর সভাপতি আমিনুল হক সাদী জানান, স্বেছাসবী যুব বান্ধব সংগঠনটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সমাজ উনয়ন নানা অবদান ও যুব কল্যাণ অনন্য ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচী পালন করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST