অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম
খুন করেছি বেশ করেছি
আমার স্বাধীন সত্ত্বা
গলা টিপে হত্যা করেছি
আমার যত কথা।
ধুকেঁধুকে মরে কি লাভ
আগুন নিয়ে বুকে
যে যা বলে বলুক মন্দ
কাদা ছুড়ুক লোকে।
ঠোঁটে লাগিয়ে স্কচটেপ
কতোকাল বাঁচা যায়
বুকের ঘরে বন্দি করে
রাখবো কতো দায়।
চোখ বন্ধ করে দেখি
সত্যের প্রলয় যুদ্ধ
শিহরণে কাঁপে পাজঁর
হাত রাখি মুষ্টিবদ্ধ।
নিজের বিবেকের সাথে
কতো করবো আপোষ
ব্যর্থতার যন্ত্রণায় পুড়বো
আমি তো মানুষ।