মোঃ মিজানুর রহমান:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে ও সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের একদফা দাবীতে বিএনপি’র পদযাত্রা কর্মসূচিতে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জসহ বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এ সময় সংঘর্ষের ঘটনায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল আলম, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ শাহীন, সাংগঠনিক সম্পাদক তরিকুল জার্মান পার্নেলসহ প্রায় অর্ধশতাধিক নেতাশতাধিক নেতা-কর্মী আহত হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল থেকে বিভিন্ন উপজেলা ও পৌরসভার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মিছিল নিয়ে জেলা শহরের সরকারি গুরুদয়াল কলেজ মাঠে জমায়েত হতে থাকে। দুপুর সাড়ে ১২টায় বিএনপি’র মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক হয়ে রথখলা এলাকায় পৌছলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় পুলিশি বাধা উপেক্ষা করে মিছিলটি সামনের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে ও বিএনপি নেতা কর্মীদের ধাওয়া দেয়। এ সময় উত্তেজিত বিএনপি নেতা কর্মীরা পুলিশ লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠিচার্জসহ বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষন ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ও বিএনপি নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার প্রায় আধা ঘন্টা রথখলা এলাকায় যান চলাচল বন্ধ থাকে এবং আতঙ্কে ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে রাখে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।