এম এ হান্নান স্টাফ রিপোর্টা শনিবার (১ জুলাই ) দিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ঈদের পরে তৃতীয় দিন বিকালে সাবেক শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে স্কুল হল রুমে । ঐতিহ্যবাহী এস আই উচ্চ বিদ্যালয়ের ওই ব্যাচের পুনর্মিলনী উৎসবে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব। সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল সাবেক শিক্ষার্থীদের। পুরোনো ক্যাম্পাসকে নতুন করে ক্যামেরাবন্দী করে রাখতে ছিল অনেক কসরত। প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন। সব ভেদাভেদ ভুলে সবাই একই মিশেলে মিলিত হন।
বিদ্যালয়ের ৯৯ ব্যাচের পুনর্মিলনী উয্যাপন পরিষদে আহ্বায়ক একে এম মাহমুদুল হক মিটুন বলেন, ২৪ বছর পর কোদালিয়া এস আই উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৯ ব্যাচ, বন্ধুত্বের টানে শৈশবের মধুর স্মৃতিচারণায় ঈদের তৃতীয় দিন ব্যতিক্রমধর্মী মিলনমেলার আয়োজন করেছে। ব্যাচের সদস্যদের অনেকেই দেশ ও দেশের বাইরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত।
সাবেক শিক্ষার্থীরা বলেন, আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি, স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়।
জাঁকজমকপূর্ণ এ আয়োজনে উদ্বোধন করেন কোদালিয়া এস আই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার মোঃ শাহ আলমগীর তিনি বলেন, পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের মধ্যে মেলাবন্ধন রচিত হয়। সুখ-দুঃখের স্মৃতি রোমন্থন করার সুযোগ ঘটে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।
এ সময় ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা মাঝে রেফেল ড্র অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন , মনিরুজ্জামান সুমন, আরিফুল হক ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফজলুল হক সোলায়মান ও সেলিম জাবেদ ।