স্টাফ রিপোর্টার: জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার সাংবাদিক নাদিম হত্যাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে কিশোরগঞ্জ জেলা সম্পাদক পরিষদ। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন, সম্পাদক পরিষদের সদস্য সচিব সুলতান রায়হান ভূঞা রিপন, সম্পাদক দৈনিক আমার বাংলাদেশ, দৈনিক কিশোরগঞ্জ পত্রিকার সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাপ্তাহিক শুরুক পত্রিকার সম্পাদক ফজলুল হক, হোসেনপুর বার্তার সম্পাদক প্রদীপ কুমার, নবধারার সম্পাদক শহিদুল ইসলাম পলাশ, কালের নতুন সংবাদের সম্পাদক খায়রুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি মনোয়ার হোসাইন রনী, শতাব্দীর কণ্ঠ’র বার্তা সম্পাদক আকবর খন্দকার, , পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হায়দার পাকুন্দিয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু প্রমুখ । এসময় দৈনিক কিশোরগঞ্জের সহকারী সম্পাদক আসাদুজ্জামান খান লিপন, সাংবাদিক শাহজাহান, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি আতা মোহাম্মদ ওবায়েদ, দৈনিক আমার বাংলাদেশ পত্রিকার নিউজ রুম এডিটর মোঃ মনির হোসেন, গণকণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল্লাহ সাইফ, দৈনিক শতাব্দীর কণ্ঠ’র স্টাফ রিপোর্টার তাসলিমা মিতু, যায়যায়দিনের পাকুন্দিয়া প্রতিনিধি হুমায়ুন কবীর, সাংবাদিক মিজানুর রহমান মিজান, আসাদুজ্জামান জুয়েলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।