মোস্তফা শাওন
কিশোরগঞ্জে অত্যাবশ্যক পরিষেবা বিল ২০২৩ প্রত্যাহার প্রসঙ্গে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ জুন) দুপুর ১২ টায় এ স্মারকলিপি প্রদান করা হয়।
জানা গেছে অত্যাবশ্যক পরিষেবা বিল ২০২৩ প্রত্যাহারী প্রসঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ সময় কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, স্মারকলিপি পাঠ করে শোনান স্মারকলিপিতে লেখা শরীরের রক্ত প্রবহের মত পরিবহন শ্রমিকরা যাত্রী ও পণ্য পরিবহন করে, বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখে। পরিবহন শ্রমিকরা ছাড়া শিল্প, কৃষি, ও সেবা খাতের কোন খাতেরই সচলতা ও অগ্রগতি সম্ভব নয় কিন্তু নানা ধরনের নিপীড়ন ও বঞ্চনা পরিবহন শ্রমিকদের নৃত্য সঙ্গী। গত ৬ই এপ্রিল ২০২৩ বাংলাদেশ জাতীয় সংসদের বা.জা.স বিল নং ১২/২০২৩ উত্থাপিত হয়েছে। যদিও এই বিলে অত্যাবশক পরিষেবা বলতে ১৮টি সেক্টর কে উল্লেখ করা হয়েছে কিন্তু প্রধানত লক্ষ্যবস্ত করা হয়েছে পরিবহন খাতকে।ফলে পরিবহন খাতের শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে যে তাদের উপর কাজের
চাপ, নিপীড়ন ও বঞ্চনা আরো বাড়বে কিন্তু প্রতিবাদ করার কোনো সুযোগ বা অধিকার থাকবে না। স্মারকলিপিতে ২০১৮ আইনের বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,সহ সভাপতি মোঃ শরিফুল মিয়া, কোষাধ্যক্ষ মোঃ আনিসুজ্জামান, সদস্য মোহাম্মদ জুয়েল, সাইফুল ইসলাম, মোঃ খাইরুল ইসলামসহ কিশোরগঞ্জ মটরযান শ্রমিক ইউনিয়নের নেতা ও শ্রমিক বৃন্দ।