অধ্যক্ষ ড.গোলসান আরা বেগম
তুমি সকালের আলো আর্শিবাদ
ধ্রুব তারায় আঁকা স্মৃতি স্তম্ব
তোমার চোখে দেখে স্বপ্নের পৃখিবী
হাঁটতে পড়তে করেছি আরাম্ভ।
ছুটতে শিখেছি উল্কার মতো
স্লাইক্লোন টর্নেডোর শক্তিতে
হাত খুলে রাখি মহা কল্যাণে
বোনদের দুঃখ ব্যথা সামলাতে।
বুকে ভরে সততার শ্বেতকবুতর
পথ চলি হাতে তুলে দীপ্ত শিখা
প্রচন্ড ঝড় ঝাপটায় থাকি অবিচল
ভুলি নাই তুমি যা দিলে শিক্ষা দীক্ষা।
সামনে পিছে তুমি, সারাক্ষণ তুমি
তুমি সকল সাধনার পূঁজার মূকুল
যা পেয়েছি নিয়েছি আছঁল ভরে
মা তোর অবদান ভুলবোনা এক চুল।।
লেখকঃ সহসভাতি,বাংলাদেশ মহিলা পরিষদ,কিশোরগঞ্জ জেলা শাখা।