অধ্যক্ষ ড.গোলসান আরা বেগম
তুমি সকালের আলো আর্শিবাদ
ধ্রুব তারায় আঁকা স্মৃতি স্তম্ব
তোমার চোখে দেখে স্বপ্নের পৃখিবী
হাঁটতে পড়তে করেছি আরাম্ভ।
ছুটতে শিখেছি উল্কার মতো
স্লাইক্লোন টর্নেডোর শক্তিতে
হাত খুলে রাখি মহা কল্যাণে
বোনদের দুঃখ ব্যথা সামলাতে।
বুকে ভরে সততার শ্বেতকবুতর
পথ চলি হাতে তুলে দীপ্ত শিখা
প্রচন্ড ঝড় ঝাপটায় থাকি অবিচল
ভুলি নাই তুমি যা দিলে শিক্ষা দীক্ষা।
সামনে পিছে তুমি, সারাক্ষণ তুমি
তুমি সকল সাধনার পূঁজার মূকুল
যা পেয়েছি নিয়েছি আছঁল ভরে
মা তোর অবদান ভুলবোনা এক চুল।।
লেখকঃ সহসভাতি,বাংলাদেশ মহিলা পরিষদ,কিশোরগঞ্জ জেলা শাখা।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.