1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৫৩ বার পড়েছে

মো: সোহেল মিয়া, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে পানিতে ডুবে উজ্জ্বল মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার পৌর এলাকার পূর্ব দ্বীপেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, উজ্জ্বল মিয়া দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুরে তিনি নিজেদের বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান। হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে ডুবে যান। দীর্ঘক্ষন পরও গোসল থেকে বাড়িতে না ফিরলে স্থানীয়রা গিয়ে তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST