মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরের গোলাবাড়ী ইউনিয়নের শ্রীরামবাড়ী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিবাদীদের মারপিটে মা ছেলে আহত হয়েছেন বলে জানা যায়।
এ ব্যাপারে মধুপুর থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, শ্রীরামবাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামছুল হকের স্ত্রী অজুফা বেগম ও তার ছেলে সুমন আকন্দকে একই এলাকার বিবাদীগন মারপিট করে গুরুতর ভাবে আহত করে।
বিবাদীদের সহিত দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে শত্রুতা চলে আসছিল এরই জের ধরে রবিবার সন্ধায় বিবাদী মজিবর আকন্দের ছেলে বাহাজ উদ্দিন আকন্দ, বাহাজ উদ্দিন আকন্দের ছেলে সিয়াম আকন্দ, আব্বাস উদ্দিন আকন্দের ছেলে নাজমুল আকন্দ সহ আরও চার পাঁচ জন মিলে সুমন আকন্দকে লোহার রড ও হাতুরী দিয়ে এলোপাথারী ভাবে বাইরাইয়া মারাত্মক ভাবে জখম করে। ছেলেকে মারপিটের সংবাদ পেয়ে মা অজুফা বেগম এসে উদ্ধারের চেষ্ঠা করলে তাকেও মারপিট করে আহত করে। এসময় তার গলায় থাকা ষাট হাজার টাকা মুল্যের গলার চেইন এক বিবাদী নিয়ে যায় বলে জানান। তাদের ডাকচিৎকার শুনে এলাকার লোকজন আগাইয়া আসলে বিবাদীগন ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। স্হানীয়রা আহত মা ছেলেকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে পাঠান। সুমন আকন্দের অবস্হা আশংকাজনক থাকায় তাকে জামালপুর সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় মধুপুর থানায় মামলা দায়ের হলে থানা পুলিশ প্রধান আসামি বাহাজ উদ্দিন আকন্দকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।