খালেদা আক্তার: নেত্রকোণার স্কুল ছাত্রী মুক্তি রাণী বর্মণকে হত্যার বিচারের দাবিতে ইসলামিয়া সুপার মার্কেটের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১ টা কিশোরগঞ্জ সদর ইসলামিয়া সুপার মার্কেটে সমাবেশটি অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে মহিলা ফোরামের সভাপতি ইসপিতা শবনমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)- এর কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এড. শফীকুল ইসলাম, সদস্যসচিব এড. মাসুদ আহমেদ, প্রগতিশীল শিক্ষক ফোরামের সদস্য বেনু চন্দ্র ঘোষ, ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সাজেদুল ইসলাম সেলিম। সভা পরিচালনা করেন ছাত্র ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক খালেদা আক্তার।বক্তৃতারা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।