তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এক হাজার নারী-পুরুষের মধ্যে শাড়ি কাপড় ও লুঙ্গী বিতরণ করেছেন বঙ্গবন্ধু পার্লামেন্টের দুইবারের সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুল মালেক এর সুযোগ্য পুত্র জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।
এ সময় তিনি উপস্থিত নারী-পুরুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দোয়া চেয়েছেন।আজ শুক্রবার সকালে জামালপুরের সরিষাবাড়ী আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক হাজার নারী-পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণে প্রধান অতিথি হিসেবে নৌকা মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান হেলাল উপস্থিত ছিলেন।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে, শেখ হাসিনা নেতৃত্বে থাকলে বাংলাদেশ উন্নতির দিকে আগাবে।কোনো অসহায় মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে শেখ হাসিনার ঈদ উপহার পৌঁছে দিচ্ছি।সরিষাবাড়ী আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রজব আলীর সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ,সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু,সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ফাহমিদা বুলবুল কাকলী ও এ্যাড: আলমগীর হোসেন জীবন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন-উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ইয়াসিন আলম শিপন।