ডেস্করিপোর্ট : কিশোরগঞ্জের হোসেনপুরে শিশু ধর্ষণ মামলায় রহস্য উদঘাটনসহ মূল অভিযুক্ত আইনের হেফাজতে বিজয়।
হোসেনপুর থানাধীন উত্তর গোবিন্দপুরে ০৪ বছরের কন্যা শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ১। মো: বিজয় (১৬) পিতা- মো: রতন মিয়া, গ্রাম- উত্তর গোবিন্দপুর, থানা- হোসেনপুর, জেলা- কিশোরগঞ্জ।
অদ্য ২০.০৪.২০২৩ খ্রি: কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) এর দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আল-আমিন হোসাইন এর সরাসরি তত্ত্বাবধানে ও হোসেনপুর থানার অফিসার ইনচার্জ জনাব আসাদুজ্জামান টিটুর নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে মামলার তদন্তকারী অফিসার এসআই(নিরস্ত্র) সুশান্ত চন্দ্র সরকার রাত ০৩.৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বারঘরিয়া এলাকা হতে উক্ত অভিযুক্ত আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে পুলিশ হেফাজতে গ্রহন করে আদালতে প্রেরণ করা হয়েছে।
গত ১৮.০৪.২০২৩ খ্রি: তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় হোসেনপুর থানাধীন উত্তর গোবিন্দপুর সাকিনস্থ জনৈক ফারজুল ইসলামের বাড়ির জঙ্গলে এই ধর্ষণের ঘটনা সংঘটিত হয়। ভিকটিম কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ভিকটিমের পিতা মো: উজ্জ্বল মিয়া (৩১) বাদী হয়ে হোসেনপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী,২০২০) এর ৯(১) ধারায় মামলা নং- ০৮(৪)২০২৩ দায়ের করেন।